Posts

Showing posts from March, 2025

মধ্যবিত্তের জীবন ✨💔

Image
 ✨💔 মধ্যবিত্তের জীবন 💔⭐   স্বপ্নের পথচলা: 🌱 ফিরোজের জীবনের গল্পটা হাজারো মধ্যবিত্ত ছেলের মতোই—হাসি-কান্না, স্বপ্ন আর বাস্তবতার দোলাচলে ভরা। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বড় কিছু করার। বাবা একজন সাধারণ কৃষক , মা গৃহিণী। সংসারে বেশি চাওয়া-পাওয়ার সুযোগ ছিল না, কিন্তু মা সবসময় বলতেন, "শিক্ষাই তোমার সবচেয়ে বড় সম্পদ।" ফিরোজ খুব মন দিয়ে পড়াশোনা করত। ক্লাসের ফার্স্টবয় ছিল, শিক্ষকরাও বলতেন, "এই ছেলে একদিন অনেক বড় হবে!" কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তখনও তাকে চিনিয়ে দেয়নি নিজের আসল পরিচয়। বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে আসতেই বুঝতে পারল, সার্টিফিকেট থাকলেই সব হয় না। চাকরির বাজার ভয়ঙ্কর প্রতিযোগিতার, আর মধ্যবিত্তদের জন্য সুযোগ আরও সংকীর্ণ। একটার পর একটা ইন্টারভিউ দিলেও চাকরি মিলছিল না। চাকরি, সংসার, এবং চাপ 🏢💼 বাবার অবসরের পর সংসারের সমস্ত দায়িত্ব চলে আসে ফিরোজের কাঁধে। বাবার ছোট খাটো মুদি দোকান ছিল তা টুকটাক করে চালায়।ইনকাম তেমন হতো না মাসে ৪০০০-৫০০০। মাসের প্রথম সপ্তাহেই বাড়ির ভাড়া, বাজার, ছোট বোনের পড়াশোনার খরচ দিয়ে হাতে কিছুই থাকে না। মা শুধু বলেন, "কোনো চিন্তা করিস...

আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম

আমার প্রিয় কবি❤️ ভূমিকা: যে কবির কাব্যে আছে মৃত্যুঞ্জয়ী চিরযৌবনের জয়ধ্বনি, অগ্নিবীণার সুর ঝংকার, যিনি ধীরস্থির অচঞ্চল বাংলা কাব্যে বয়ে এনেছিলেন দুর্বার কালবোশেখির ঝড়ো হাওয়া, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমার প্রিয় কবি। এ পরাধীন' জড়তাগ্রস্ত সমাজের বুকে তিনি সঞ্চারিত করেছিলেন নবযৌবন। বাংলা কাব্যে নজরুল: বিদ্রোহের জয়ধ্বজা উড়িয়ে ধূমকেতুর মতো কাজী নজরুল ইসলাম আবির্ভূত হয়েছেন বাংলা কাব্যে। তাঁর 'বিদ্রোহী' কবিতাটি বাংলা কবিতার ক্ষেত্রে তাঁর স্বীকৃতির ছাড়পত্রস্বরূপ। উদাত্তকণ্ঠে তিনি ঘোষণা করলেন- 'বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রীর.।' কেবল এ 'বিদ্রোহী' কবিতার মাধ্যমেই বাংলা কবিতার আসরে তিনি সুপ্রতিষ্ঠিত হলেন। কবি নজরুল হলেন বাংলার 'বিদ্রোহী কবি'। কবির বিদ্রোহী আত্মার জন্মের মূলে যে অনুপ্রেরণা কাজ করেছিল, তা হলো কবির প্রেম। কবি তাঁর আত্মপ্রকাশে গেয়ে গেছেন- 'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর এক হাতে রণ তুর্য।' কবিকণ্ঠে উচ্চারিত হয়েছে, 'জগতে আমি প্রেম দিতে এসেছিলাম, যেখানে আমি প্রেম পাইনি, সেখানেই বিদ্রোহ করেছি।...